Friday, 8 December 2017

সরল পথ

রাতের পরে দিন আসে
দিনের পরে রাত,
ক্ষমা করে দাওগো আল্লাহ্
তুলেছি দুটি হাত।

আল্লাহ তোমার দেখানো পথ
নাহি যেন ভুলি,
ভোলার আগে তোমার কাছে
নিয়ো আমায় তুলি।

রাসুলেরী সরল পথে
চলি যেন আমি,
হেদায়াতের দরজা খানি
খুলে দিয়ো তুমি।

এই দুনিয়ার মালিক তুমি
তুমি যে সুমহান,
কত নিয়ামত করেছো দান
তুমি রহমান।

আল-কোরআন-ই শেষ ঠিকানা
বুকে তুলে নাও,
সরল পথটি ধরে তুমি
আল্লাহর ঘরে যাও।

তোমার ইশারায় বাতাস বহে
গাছের পাতা দুলে,
দাও রহমত করি এবাদাত
ছোট এমন খুলে।

No comments:

Post a Comment