Tuesday, 14 February 2017

ফোনটি তোমার বাজে!


ফোনটি তোমার বাজে

শান্তি


অনেক সময় বন্ধু তোমায়
ট্রাই করছি ফোনে,
 কিছু কথা বলবো আমি
বন্ধু তোমার সনে।

বন্ধু তুমি ব্যাস্ত মানুষ 
ফোনটি নাহি ধরো,
জানিনা হায় ফোনের মধ্যে 
কি জানি কি করো।

এমন ফোন দেখিনি কোথাও 
সারাদিন থাকে বিজি,
এবার ফোন দেখলে বিজি 
আনবো ডেকে কাজী।

এত কথা বললে ফোনে 
মাথা হবে নষ্ট,
ফোনটি তোমার থাকলে বিজি 
মনে লাগে কষ্ট।

ফোন করলে বিজি দেখায় 
মন বসেনা কাজে,
বন্ধু তুমি মিষ্টি ছেলে 
ফোনটি তোমার বাজে।


No comments:

Post a Comment