Tuesday, 14 February 2017

দেখিনি আমি আগে

দেখিনি আমি আগে

শান্তি




আজকে খুশির রং লেগেছে 
১৪-ই ফেব্রুয়ারী,
আমাকে যে ফুল দিবে না
তার সাথে আজ আড়ি।


আড়ি, আড়ি, আড়ি 
তোমার সাথে আড়ি,
ফুল যদি হায় না দাও তুমি
ফিরবো না আজ বাড়ি।


সব প্রেমিক ফুল নিয়ে আজ
দেয় যে প্রেমিকাকে,
পথ চেয়ে রয় ফূল দেবে কেউ
আজকে এই আমাকে।


ফুলের গন্ধে মন ভরে যায়
মনে আশা জাগে,
তোমার ফুল নিবো না আমি
দেখিনি তোমায় আগে।

No comments:

Post a Comment