Monday, 11 December 2017

এক অক্ষরের নাম

এক অক্ষরের নামটি যে তার
ডাকতে লাগে ভালো,
তাহার কোলে মাথা রেখে
দেখেছি পৃথিবীর আলো।

সে যে বড় মধু ময়ি
সবার চেয়ে সেরা,
বুক খানি তার সবার জন্য
ভালবাসা দিয়ে ঘেরা।

আমার কষ্টে কেঁদেছে সে
অনেক সময় দিন,
জীবন দিলেও হবেনা
তার ভালবাসার ঋন।

জীবন দিয়ে বাঁচায় সে যে
তোমার আমার প্রাণ,
তাহার কোলে পায়যে
মোরা ভালবাসার ঘ্রাণ।

মনটি যে তার উদার বড়
স্নেহ মাখা মুখ,
তাহার কোলে রাখলে মাথা
শান্ত হয় যে বুক।

মুখ খানি তার হাসি মাখা
মনে কত মায়া,
ভালো লাগে পড়লে গায়ে
তার আচলের ছায়া।

মায়া ভরা মুখ-খানি তার
নয় কারো অচেনা,
তাহার কোলে তোমার
আমার প্রথম ঠিকানা।


বলতো কে সে?

Friday, 8 December 2017

বর্ষাকালের গল্প

প্রকৃতি হয় স্তব্ধ
বাতাস বয়ে চলে,
রিম ঝিম ঝিম বৃষ্টি পড়ে
শুধু বর্ষাকালে।

রিম ঝিম ঝিম বৃষ্টি পড়ে
শিশির কনা ঘাসে,
মনটা সবার ভরে ওঠে
পুবালী বাতাসে।

টিপ টিপ টিপ বৃষ্টি কণা
ভিজিয়ে দেয় মাটি,
বৃষ্টি ভেজা বর্ষা দিনে
বৃষ্টি খেলার সাথি।

বৃষ্টি কণা দেয় ভিজিয়ে
আলতো করে তাকে,
পাখপাখালী চুপটি করে
মুখ লুকিয়ে থাকে।

টিপ টিপ টিপ বৃষ্টি কণা
ইচ্ছে মতো ঝরে,
বৃষ্টি ভেজা প্রকৃতি সবাই
নেয়যে আপন করে।

বর্ষা শেষে প্রকৃতিকে
দেয় সূর্য আলো,
নতুন সকাল জেগে ওঠে
মুছে যায় আধার কালো।

নীল আকাশে সূর্য যেন
মারছে শুধু উকি,
হলুদ বরন ফুলটি যেন
নামটি সূর্যমূখী।

বর্ষা জলে প্রকৃতি তুমি
নাহি যদি ভেজো,
মিনতি করি প্রকৃতি তুমি
নতুন রূপে সেজো।

বাতাস বয়ে মেঘ কেটে যায়
নতুন সূর্য ওঠে,
রাতটি আবার ফিরে আসে
চাঁদের কিরণেতে।

রাত গড়িয়ে যাচ্ছে যে তাই
সময় আছে অল্প,
পাখা-পাখালী বৃষ্টি নিয়ে
শেষ হলো আজ বর্ষাকালের গল্প।

অপূর্ব তোমার রূপ

সবুজ শ্যামলে ভরা তুমি
বাংলার প্রকৃতি,
তোমার বুকে পায় যেন ঠাই
আমার মিনতি।

প্রকৃতির বুকে ডানা মেলে
উড়ে যাই কত পাঁখি,
প্রকৃতির রূপ দেখে সবার
মুগ্ধ হয় যে আখিঁ।

প্রকৃতির মাঝে মানুষ গুলো
বড় সুন্দর জানি,
প্রকৃতির বুকে চাঁদ-সূর্য
দিয়ে যাই হাত ছানি।

প্রকৃতি তুমি পাখ-পাখালির
ভালবাসা দিয়ে ঘেরা,
প্রকৃতি তুমি বাংলার বুকে
সবার চেয়ে সেরা।

প্রকৃতি সুন্দর পাখি সুন্দর
সবুজ শ্যামলে ভরা,
প্রকৃতির বুকে মানুষ গুলো
ভালবাসা দিয়ে ঘেরা।

চাঁদ সুন্দর তারা সুন্দর
দেয় শুধু তারা আলো,
আলোর পরে নেমে আসে
প্রকৃতির বুকে কালো।

ইচ্ছে করে বেড়ায় ঘুরে
প্রকৃতির মাঝে আমি,
প্রকৃতি তুমি এই জগতে
সবার চেয়ে দামি।

প্রকৃতির রং প্রকৃতির রূপ দেখে
মুগ্ধ হয় যে সবে,
কত ভালবাসা কত যে সুখ
পাখির কলরবে।

সবার মুখে প্রকৃতি যখন
শুনি তোমার নাম,
তোমার দিকে চেয়ে থাকি আমি
হয়ে যায় বেশামাল।

ডানা মেলে আমি উড়ে যাবো
প্রকৃতিরই দেশে,
প্রকৃতির বুকে রাখবো মাথা
প্রকৃতিকে ভালবেসে।

প্রকৃতির মাঝে ঘুমিয়ে আছে
সোনার বাংলাদেশ,
প্রকৃতি তোমায় লাগছে ভালো
বেশ, বেশ, বেশ।

প্রকৃতি, প্রকৃতি, প্রকৃতি
সময় আমার অল্প,
প্রকৃতির বুকে মাথা রেখে
শেষ করলাম প্রকৃতিরই গল্প।

সরল পথ

রাতের পরে দিন আসে
দিনের পরে রাত,
ক্ষমা করে দাওগো আল্লাহ্
তুলেছি দুটি হাত।

আল্লাহ তোমার দেখানো পথ
নাহি যেন ভুলি,
ভোলার আগে তোমার কাছে
নিয়ো আমায় তুলি।

রাসুলেরী সরল পথে
চলি যেন আমি,
হেদায়াতের দরজা খানি
খুলে দিয়ো তুমি।

এই দুনিয়ার মালিক তুমি
তুমি যে সুমহান,
কত নিয়ামত করেছো দান
তুমি রহমান।

আল-কোরআন-ই শেষ ঠিকানা
বুকে তুলে নাও,
সরল পথটি ধরে তুমি
আল্লাহর ঘরে যাও।

তোমার ইশারায় বাতাস বহে
গাছের পাতা দুলে,
দাও রহমত করি এবাদাত
ছোট এমন খুলে।

মাটির ঠিকানা

মাটির ঘরে থাকবে শুয়ে
তুমি যখন একা,
কেউ হবেনা আপন তোমার
পাবেনা কারো দেখা।

ইসলাম হলো শান্তি তোমার
নামাজ তোমার সাথী,
নামাজ পড় জ্বলবে তবে
আধার ঘরে বাতি।

বাড়ি গাড়ি দালান কোঠা
কিছুই মোদের নাই,
তবু কেন আমরা সবাই
আল্লাহ কে ভুলে যাই।

মাটির গড়া দেহ তোমার
হবে আবার মাটি,
নামাজ রোজা বান্দা তোমার
দ্বীন ইসলামের খুটি।

ইসলাম মানো নামাজ পড়
শোন আল্লাহর কথা,
না মানিলে কবর মাঝে
পাবে তুমি ব্যাথা।

মাটির দেহ ঐ মাটিতে
যাবে আবার মিশে,
মাটি তোমায় দিবে আযাব
মারবে তোমায় পিশে।

কি ব্যবহার করবে মাটি
কেউতো জানেনা?
মাটির বুকেই থাকতে হবে
মাটিই ঠিকানা।

Thursday, 7 December 2017

জীবন



জীবন মানে হাসি কান্না,
ভাঙ্গা গড়ার খেলা।
জীবন মানে দ্বিধা-দ্বন্দ,
সত্য মিথ্যার মেলা।


জীবন নিয়ে এই মানুষের,
কত দ্বিধা-দ্বন্দ।
বোঝেনা সে কোনটা ভালো,
কোনটা যে তার মন্দ?


জীবন সেতো ছলচাতুরি,
ভোগ-বিলাসের ছায়া।
জীবন মানে এই জগতে,
ভালবাসা আর মায়া।


জীবন মানে হানাহানি,
বুক ভাঙ্গা হাহাকার।
জীবন মানে কান্না-হাঁসি,
মিশে হয় একাকার।


জীবন মানে ধোঁকাবাজি,
কত হানাহানি। 
ভালো মন্দ সকল কথা,
হয় যে লোকের কানাকানি।


জীবন সেতো বয়ে চলে,
থাকে না থেমে আর।
তবুও জীবন যাচ্ছে কেটে
আমাদের সবার।