তোমায় যত দেখি
তত ভালো লাগে
তায়তো অপলক নয়নে
শুধু তোমার দিকে চেয়ে থাকি।
তুমি যদি প্রশ্ন
করো তুমি আমার কে?
তাহলে আমি বলবো-
তুমি আমার ভালবাসা,
তুমি আমার অহংকার,
তুমি আমার অলংকার,
তুমি আমার বেঁচে থাকার প্রেরনা।
তোমাকে আমি যত
দেখি তত যেন ভালো লাগে,
মনে হয় সারাক্ষণ
দুনয়ন ভরে শুধু তোমাকেই দেখি।
কেন যে আমি তোমাকে
এত ভালবাসি জানিনা;
কখনও যদি কোন
ভুল করি তবে আমাকে তুমি ক্ষমা করে দিও।
তোমাকে ছেড়ে যাওয়ার
আগে যেন আমার মৃত্যু হয়।
No comments:
Post a Comment