Wednesday, 15 March 2017

তুমি

তোমায় যত দেখি তত ভালো লাগে
তায়তো অপলক নয়নে শুধু তোমার দিকে চেয়ে থাকি।
তুমি যদি প্রশ্ন করো তুমি আমার কে?

তাহলে আমি বলবো-
তুমি আমার ভালবাসা,
তুমি আমার অহংকার,
তুমি আমার অলংকার,
তুমি আমার বেঁচে থাকার প্রেরনা।

তোমাকে আমি যত দেখি তত যেন ভালো লাগে,
মনে হয় সারাক্ষণ দুনয়ন ভরে শুধু তোমাকেই দেখি।

কেন যে আমি তোমাকে এত ভালবাসি জানিনা;
কখনও যদি কোন ভুল করি তবে আমাকে তুমি ক্ষমা করে দিও।

তোমাকে ছেড়ে যাওয়ার আগে যেন আমার মৃত্যু হয়।

Monday, 13 March 2017

নারীর চলাফেরা

এই বাংলার নারী তুমি, ছোট পোশাক পরে
লজ্জা সরম ভেঙ্গে তুমি, বেড়াও ঘুরে ঘুরে।
সব পুরুষি দেখে তোমায়, এই কি তাদের দোষ
কোন কথা বললে কেন, কর ফোঁস ফোঁস।

জিন্স টি-শার্ট পরে তুমি, দেখিয়ে বেড়া্ও বডি
ধর্ষণ করার জন্য তোমায়, সব পুরুষি রেডি।
নারী তুমি ঘরে সুন্দর, ঘরেই তোমায় মানায়
অনেক সুখে থাকবে তুমি, তোমায় আমি জানায়।

চাকরী করো বাইরে ঘোর, পর্দা মেনে চলো
আল্লার পথে চলি আমি, বুক ফুলিয়ে বলো।
পর্দা মেনে চলো তুমি, আল্লাহ হবে খুশি
নামায রোজা করলে নারী, হবেনা তুমি দোষী।

জিন্স টি-শার্ট ছেড়ে তুমি, বোরকা পরে চলো
নবী-রাসূলের কথা তুমি, কোরআন হাদিসে পড়ো।
নারী তুমি মায়ের জাতি, মহান আল্লার দান
নিজের হাতে গড়েছে তোমায়,  সর্বশক্তিমান।

নারী তুমি মায়ের জাতি, মহান আল্লার দান
দেশ-বিদেশে ঘুরোনা তুমি, হবে সর্বনাশ।
নারী তুমি মায়ের জাতি, মহান আল্লার সৃষ্টি
ছোট পোশাকে বেড়াও যখন, পড়ে পুরুষের দৃষ্টি।

জিন্স টি-শার্ট পরে নারী, করছো তুমি ফ্যাশান
বাইরে পরো ছোট পোশাক, আর ঘরে করো শাসন।
পুরুষের বেশে বেড়াও ঘুরে, পরো তুমি সবি
নিজেকে আবার নারী বলে, করো তুমি দাবি।

আল-কোরআনে আল্লাহ বলে, নারি তুমি শোনো
কোরআন-হাদিস ছেড়ে তুমি, বে-পর্দায় কেনো চলো।
কি হবে দেশ-বিদেশে, বলো ঘুরে ঘুরে
কি জবাব নারী দেবে তুমি, বলো মরার পরে।


তাই তোমার কাছে এই মিনতি, পর্দা মেনে চলো
খুশি হবে মহান আল্লাহ, বাসবে তোমায় ভালো।
কবর মাঝে নারি তুমি, থাকবে যখন একা
যতই কাঁদো পাবেনা তুমি, সেদিন কারো দেখা।

নারী তুমি আল্লার দান, এই জগতের সেরা
কবর মাঝে গেলে তোমায়, আর হবেনা ফেরা।
জিন্স টি-শার্ট পরো নারী, হওযে তুমি খুশি
কবর মাঝে কে পার করবে তোমায়, হবে যখন দোষী।
তাই আবার বলি নারী তুমি, চলো আল্লার পথে
কবর মাঝে হবে দেখা, নবী-রাসূলের সাথে।

Wednesday, 1 March 2017

ভালবাসার অঙ্গিকার

স্মৃতির দুয়ারে দাড়িয়ে
উকি মারছে একটি হাত,

এই হাত শুধু হাত নয়
এযেন স্বপ্নের মায়াবি একটি রাত।

দুটি হাত ধরে, দুজনের পথ চলা
নিরবে নির্জনে দুজন দুজনাকে হৃদয়ের কথা বলা,

দুচোখের জ্বলে কি আর
থেমে যায় পথ চলা।

থামবোনা তবু চলবো আমি
শেষ হবে না পথ চলা।

দুঃখ, কষ্ট, বেদনা আসুক যত
হার মানবোনা,

জয় করবো মোরা ভালবাসা দিয়ে
কখনও হেরে যাবো না।

ভালবাসার মাঝে কেবল 
সুখ নেই,
আছে দুঃখ কষ্ট বেদনা,

তায় বলেকি এই ভয়ে মোরা
হেরে যাবো দুজনা?


না, না, না আমরা হারবো না
কষ্ট, দুঃখ যত আসুক করবো আমরা জয়,
দুজন দুজনকে সান্তনা দেব
করবো নাতো আর ভয়।